শৌভিক দত্ত
অমর চিত্রকথা
আসবে বলেই
সবুজ বোঝাই করছে তলোয়ার
চিত্রের অমরে কথাদের হামাগুড়ি
আহা ঋতু!!
নতুন বসে গেল পরপর
পল্টন বোঝাই এই ফেরিঘাট
হয়তো আষাঢ়ও
আশা ও দোলকের বাগানে বসে আছি
শীতজ লণ্ঠন
হাঁফ জমছে চাদরে
মায়াশরীর
তাই দ্রুতর দেরী হয়
টুকটাক ভাসবে এভাবে
যেন রাস্তারা কাগজ হয়ে যাবে
হ্লুদ নামিয়ে রান্নাঘরে কিছুটা কাবাব ...
জার্নি
চাউনির উত্তরে
কিছু ডার্লিং বৃষ্টি হল
মৃত ভূমিকায় এই রাতজার্নি
ওয়ান ...টু ...থ্রি
পাথরে বরফ ভরল অনেকে
চোরাশিকারীর কাছে
এইসব মামুলী অক্ষরলিপি
আগুনের শাণিত ফানিত
প্রাচীন ঘোড়ার দিকে
চিহ্ন হেঁটে গেছে
তীর থেকে
বালু ওড়ানো শিকারীদের শিক্ষাজল
মৌচাক মৌচাক আতশসজ্জা
ভেজা এতোটাই
গুমোট
যেন শহর ঝরে পড়বে মাঝরাতে
ঝড়ে পড়বে
পাখিদের শিক্ষিত ওম ......।

পাঠকের মতামতঃ